পূব চম্পারণ : নেপালের সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে ঢোকার সময় রক্সৌলে ধরা পড়ল এক ইরাকি নাগরিক। ভারত-নেপাল মৈত্রীসেতুর কাছে সীমান্তে নাকা চেকিংয়ের সময় তাঁকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম বারা ফৌজি হামিদ আল বায়াতি। তিনি ইরাকের বাগদাদের আল-দোরা এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গেছে, তাঁর ভারতীয় ভিসা আগেই মেয়াদোত্তীর্ণ হয়েছে। তা সত্ত্বেও তিনি নেপাল হয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন। এক পুলিশ আধিকারিক জানান, ওই ব্যক্তির কাছে বৈধ কোনও ভ্রমণ নথি পাওয়া যায়নি।
উল্লেখ্য, ভারত-পাকিস্তান জঙ্গি হামলার পর রক্সৌল সীমান্ত দিয়ে একের পর এক বিদেশি নাগরিক ধরা পড়ায় সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে।