চণ্ডীগড় : পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর দুই গুপ্তচর গুরপ্রীত সিং ওরফে গোপী ফৌজি এবং সাহিল মসিহ ওরফে শালিকে অমৃতসর থেকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ। জানা গেছে, পুলিশ অনেক দিন ধরে তাদের উপর নজর রাখছিল।
রাজ্য পুলিশের মহানির্দেশক গৌরব যাদব রবিবার জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, গুরপ্রীত সিং ওরফে গোপী ফৌজি পাকিস্তানি সংস্থা আইএসআই-এর এজেন্টদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল এবং পেন ড্রাইভের মাধ্যমে গোপন তথ্য পাচার করত।
তিনি আরও বলেন, পুলিশ তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে। পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।