নয়াদিল্লি : আগামী ২১ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। ২১ জুলাই থেকে শুরু হয়ে সংসদের বাদল অধিবেশনের সমাপ্তি হবে ১২ আগস্ট। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বুধবার জানিয়েছেন, ভারত সরকার ২১ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত সংসদের বাদল অধিবেশন ডাকার সিদ্ধান্ত নিয়েছে।
পহেলগামে সন্ত্রাসী হামলা ও অপারেশন সিঁদুরের প্রেক্ষিতে সংসদের বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন বিরোধীরা।
এমতাবস্থায় বুধবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, “ভারত সরকার ২১ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত সংসদের বাদল অধিবেশন আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে।”