অনুব্রতপর্বের নির্যাস গোটা দেশকে জানাতে চান তথাগত

কলকাতা : গত কদিন ধরে অনুব্রত মণ্ডলের ঘটনাবলী পশ্চিমবঙ্গের একটা বড় ঘটনা। এই পর্ব দেশবাসীকে জানাতে চান প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

বুধবার এক্সবার্তায় তিনি লিখেছেন, “ভারতের বাকি অংশের তথ্যের জন্য। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, একটি থানার ইন্সপেক্টর-ইন-চার্জকে অপ্রকাশ্য ভাষায় গালিগালাজ করেছেন। পুলিশ মণ্ডলকে থানায় ডেকে পাঠানো ছাড়া

কোনও পদক্ষেপ নেয়নি। যা তিনি নির্বিচারে উপেক্ষা করেছেন।”

প্রসঙ্গত, পুলিশের আধিকারিককে অনুব্রতের ছাপার অযোগ্য ভাষায় টেলিফোনে হুমকি দেওয়া এবং তাঁর স্ত্রী এবং মাকেও ছাড় না দেওয়ার ‘অডিয়ো ক্লিপ’ গত বৃহস্পতিবার সন্ধ্যার কিছু পর থেকে ভাইরাল হতে শুরু করে।

শুক্রবার সকালে অনুব্রত দাবি করেন, ভাইরাল হওয়া অডিয়োর ওই কণ্ঠস্বর তাঁর নয়। যদিও পরে দলের চাপে ‘নিশঃর্তে ক্ষমাপ্রার্থনা’ করেন অনুব্রত। মেনে নেন, ওটি তাঁরই কণ্ঠ। শুক্রবার অনুব্রতকে নোটিস ধরায় বীরভূম পুলিশ। তাতে বলা হয়, তাঁকে শনিবার বোলপুরের এসডিপিও দফতরে হাজিরা দিতে। তিনি যাননি। ফের শনিবার নোটিস দিয়ে বলা হয়, রবিবার হাজিরা দিতে। সে দিনও তিনি যাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 4 =