নয়াদিল্লি : লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করলেন বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী। রাহুলের বিরুদ্ধে নিম্নমানের রাজনীতি করার অভিযোগ এনেছেন সুধাংশু। বুধবার দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধীর বিরোধী দলনেতা হওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন সুধাংশু।
বিজেপি সাংসদ ত্রিবেদী বলেছেন, “অত্যন্ত সস্তা, নিম্নমানের বক্তব্যের মাধ্যমে, স্বঘোষিত, সর্বোচ্চ নেতা, বিরোধী দলনেতা রাহুল গান্ধী, বিশ্বকে বলছেন বিরোধী দলনেতা হওয়ার পরেও, তার মধ্যে সেই গুরুত্ব এবং পরিপক্কতার অভাব রয়েছে যা এই পদের জন্য প্রয়োজনীয়।
রাহুল গান্ধী কীভাবে আমাদের সশস্ত্র বাহিনীর বীরত্ব এবং অপারেশন সিঁদুরের সাফল্যের উপর সেনা কর্মকর্তাদের সংক্ষিপ্তসারকে আত্মসমর্পণের সঙ্গে তুলনা করেছেন, তা দেখায় যে তার মানসিকতা কতটা অসুস্থ এবং বিপজ্জনক হয়ে উঠেছে।”