তৃণমূলের ‘শাস্তিপ্রাপ্ত’ ছাত্র নেতা থানায় হাজিরা দিলেন

বীরভূম : অনুব্রত মন্ডল পুলিশি ডাকে সাড়া দেননি। তবে তৃণমূলের ‘শাস্তিপ্রাপ্ত’ ছাত্র নেতা বিক্রমজিৎ সাউ বুধবার সকালে সিউড়ি থানায় হাজিরা দিলেন।

নির্ধারিত সময়ের আগেই এ দিন তিনি থানায় হাজিরা দেন বলে খবর। সিউড়ি থানা থেকে যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। বোলপুর থানার আইসি লিটন হালদারের সঙ্গে কুরুচিকর ভাষায় কথোপকথনের ঘটনায় অনুব্রতকে আগেই থানায় হাজিরা দেওয়ার নির্দেশ ছিল। ওই ঘটনাতেই তৃণমূল ছাত্র পরিষদের সাসপেন্ডেড সভাপতি বিক্রমজিৎ সাউয়ের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে।

বুধবার সকাল দশটায় হাজিরার জন্য ডাকা হয়েছিল বিক্রমজিৎকে। পুলিশ সূত্রে খবর, এ দিন সকাল ছ’টা থেকে সাড়ে ছ’টার মধ্যে থানায় যান বিক্রমজিৎ। প্রায় এক ঘণ্টা সিউড়ি থানায় ছিলেন তিনি। অনুব্রতর পাশে দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে তিনি যা মন্তব্য করেছেন, সেই সংক্রান্ত বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর।

বোলপুর থানার আইসির সঙ্গে কথোপথনের অডিয়ো প্রকাশ্যে আসার পরেই অস্বস্তিতে পড়তে হয় রাজ্যের শাসক দলকে। সেই সময়েই বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউ সম্যমাধ্যমে একটি পোস্ট করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − one =