নয়াদিল্লি : দেশেজুড়ে ফের করোনার চোখরাঙানি। এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ হাজার ছুঁইছুঁই। উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে চারজনের। এর মধ্যে কেরল, মহারাষ্ট্র এবং দিল্লিতে হু হু করে বাড়ছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। তবে কেরলের অবস্থা সবচেয়ে খারাপ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য, রবিবার সকাল পর্যন্ত দেশে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ হাজার ৭৫৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯১ জন।
মৃত্যু হয়েছে ৪ জনের। রাজ্যভিত্তিক হিসাব দেখলে, কেরলে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২৭ জন, গুজরাটে ১০২, দিল্লিতে ৭৩ এবং পশ্চিমবঙ্গে ২৬ জন। তবে অরুণাচল প্রদেশ, চণ্ডীগড়, মিজোরাম, ত্রিপুরাতে নতুন করে সংক্রমণের কোনও খবর পাওয়া যায়নি।