ভর্তিতে স্বচ্ছতা আনতে বঙ্গে এক বিশ্ববিদ্যালয়, এক পোর্টালের ভাবনা

কলকাতা: এখন থেকে আরও সহজ হতে চলেছে কলেজে ভর্তির প্রক্রিয়া। এ রাজ্যের কলেজগুলিতে ভর্তি হতে গেলে আর একাধিক ওয়েবসাইটে ঢুকতে হবে না। একটি বিশ্ব বিদ্যালয়ের অধীনে সমস্ত কলেজে ভর্তি হতে গেলে এখন থেকে একটি পোর্টালের মাধ্যমেই তা সম্ভব হবে। উচ্চ শিক্ষা দফতর সূত্রে খবর, এই বিষয়ে সবুজ সঙ্কেত মিলেছে মুখ্যমন্ত্রীর দফতর থেকে। এ নিয়ে বৈঠকে বসতে চলেছে উচ্চ শিক্ষা দফতর। জানা গিয়েছে, ব্রাত্য বসু যখন প্রথম দফায় শিক্ষা মন্ত্রী ছিলেন তখন এই প্রক্রিয়া শুরু করার কথা ভাবা হয়েছিল। তবে বাস্তবায়িত এখনও হয়নি।
তবে বর্ধমান বিশ্ব বিদ্যালয়ের এই প্রক্রিয়া চালু করেছিলেন একসময়ের উপাচার্য স্মৃতিকুমার সরকার। বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলির ফাঁকা শূন্য আসন একটি পোর্টালে আপলোড করা হয়েছিল। ছাত্রছাত্রীরা সেই বিশ্ব বিদ্যালয়ের অধীনে এক বা একাধিক কলেজে আবেদন জানাতে পারতেন একটি পোর্টালে ঢুকেই। নম্বরের ভিত্তিতে পছন্দের কলেজে ভর্তির সুযোগ করে দেওয়া হয়েছিল। এই প্রক্রিয়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চালু হলে ভর্তির ক্ষেত্রে আরও স্বচ্ছতা আসবে বলে মত শিক্ষা মহলের। কলেজে ভর্তির ক্ষেত্রে অনেক সময়েই রাজনৈতিক হস্তক্ষেপ বা টাকার লেনদেন হয়ে থাকে বলে অভিযোগ। অনলাইন ও এক পোর্টাল সিস্টেম চালু হলে অস্বচ্ছতা দূর হবে বলেই তাঁদের আশা। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই প্রক্রিয়া চালু হয়ে যাবে বলে আশাবাদী উচ্চ শিক্ষা দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + five =