পশ্চিমবঙ্গে ভোটের লড়াই শুরু হয়ে গিয়েছে, মন্তব্য অধীর চৌধুরীর

বহরমপুর : পশ্চিমবঙ্গে ভোটের লড়াই শুরু গিয়েছে, এমনটাই মন্তব্য করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফর সম্পর্কে রবিবার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, “বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য মোদীজির নির্বাচনী প্রচার শুরু হয়ে গিয়েছে।

মোদীজি যেখানেই যান না কেন, অমিত শাহ পিছিয়ে থাকবেন না। বাংলায় লড়াই শুরু হয়ে গেছে, জনগণকে বিভ্রান্ত করার জন্য প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে উত্তেজনা রয়েছে।”

উল্লেখ্য, কিছু দিন আগেই পশ্চিমবঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলিপুদুয়ারের জনসভা থেকে পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী মোদী। আর শনিবার রাতেই কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বেশ কিছু কর্মসূচি নিয়ে কলকাতায় এসেছেন অমিত শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − sixteen =