রবিবার সকালেও হাজিরা এড়ালেন অনুব্রত, এসডিপিও অফিসে এলেন আইনজীবী

কলকাতা : শনিবারের পর রবিবারও পুলিশের ডাকে সাড়া দিলেন না অনুব্রত মণ্ডল। বদলে তাঁর ঘনিষ্ঠ এসডিপিও অফিস চত্বরে দাঁড়িয়ে শোনালেন এআই তত্ত্ব।

বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় আক্রমণের ঘটনায় শনিবারের পর রবিবারও নোটিস দিয়ে শান্তিনিকেতন থানায় ডেকে পাঠানো হয় অনুব্রত মণ্ডলকে। তবে সকাল ১১টায় হাজির হওয়ার কথা থাকলেও অনুব্রত আসেননি। বদলে এসডিপিও অফিস চত্বরে হাজির হন অনুব্রতর আইনজীবী। একই সঙ্গে দেখা যায় অনুব্রতর ঘনিষ্ঠ গগন সরকারকে।

অনুব্রতের ঘনিষ্ঠ গগন বলেন, ‘উনি বাড়িতে বিছানায় শুয়ে আছেন। যা জানার পুলিশের কাছে জেনে নিন। আর পার্টি-র নির্দেশে অনুব্রত চলেন। তিনি অনুগত সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। পুলিশের অভিযোগ তারা দেখবে। তদন্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =