আদালতের রায়ে কর্মহারাদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশে খুশি শুভেন্দু

কলকাতা : “এভাবে টাকা দেওয়া যায় না। বিরোধী দলনেতা হিসেবে আমি কলকাতা হাইকোর্টের আজকের রায়কে স্বাগত জানাচ্ছি।” এসএসসিতে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মীদের রাজ্য সরকারের ভাতা দেওয়ার সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ নিয়ে বৃহস্পতিবার এই প্রতিক্রিয়া দিলেন শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, “একটা সময় চিটফান্ড কাণ্ডে বন্ধ হয়ে যাওয়া চ্যানেলের কর্মীদের রিলিফ ফান্ড থেকে কখনও দশ হাজার, কুড়ি হাজার করে ভাতা দিয়েছিলেন। যা চূড়ান্ত অপরাধ।

শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন আপাতত আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এই চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্যকে। ততদিন শিক্ষাকর্মীরা কোনও ভাতা পাবেন না। যা নিয়ে শুভেন্দুবাবু বলেন, “২০১১ সাল থেকেই মুখ্যমন্ত্রী এই ধরনের ভাতা দেওয়ার কাজ করেন। কিন্তু এবার কোর্ট একটা ব্যাপারে স্থগিতাদেশ দিয়েছে।

আমার কথা হচ্ছে, যদি ভাতা দিতেই হয় তাহলে ‘১৬ সালে গ্রুপ সি ও ডি-র যারা অ্যাডমিট কার্ড পেয়েছিল, প্রত্যেককে ভাতা দেওয়া উচিত। ওঁর যদি টাকা বেশি হয়ে থাকে তাহলে বলব, দিদি যদি ভাতা দিতেই হয়, তাহলে কেন যাদের সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেছে, তাদের দিচ্ছেন? সকলকে দিন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + eighteen =