সিওয়ান : শুক্রবার বিহারের সিওয়ানে এক জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী রাজ্যের অগ্রগতি এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্পের বিষয়ে বলেন এদিন। বলেন, বিহার এখন উন্নয়নের গতি ধরে রেখেছে এবং এটি বজায় রাখার জন্য জনগণকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি বিরোধীদের নিশানা করেন তিনি।
আগের “জঙ্গল রাজ” এর কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা একসময় জঙ্গল রাজ এনেছিল তারা আবার তা পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। তারা বিহারের অর্থনৈতিক সম্পদ দখল করতে চায়। এর জন্য তারা সম্ভাব্য সকল কৌশল অবলম্বন করছে। আরজেডি এবং কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রী জনসাধারণকে বলেন, এদের চিহ্নিত করতে, যাতে বিহারের অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে না পারে।
প্রধানমন্ত্রী বলেন যে, তিনি সম্প্রতি বিদেশ সফর করে ফিরেছেন। ভারতের দ্রুত উন্নয়ন বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। তিনি বলেন, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে এবং বিহার এতে বড় ভূমিকা পালন করবে। উল্লেখ্য, এদিন তিনি সিওয়ান থেকে বিহারের জন্য একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।