পশ্চিমবঙ্গ দিবস পালন কর্মসূচিতে পুলিশের বাধা নিয়ে অশান্তি

কলকাতা : শুক্রবার ভবানীপুরে ভারতের পতাকা নিয়ে বাইক চালিয়ে মিছিল করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে গিয়ে শ্রদ্ধা জানান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

পশ্চিমবঙ্গ দিবস পালন কর্মসূচি নিয়ে যখন তিনি নেতাজি ভবন যাচ্ছিলেন, তখনই উত্তেজনা তৈরি হয়। মাঝপথেই বাধা দেয় পুলিশ। যা নিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি।

পুলিশের বিরুদ্ধে রাজ্য সভাপতির বাইক আটকে দেওয়ার অভিযোগ ওঠে। কলকাতা পুলিশের এহেন আচরণ নিয়ে সুকান্তবাবু জানান, “বাংলায় আছি না বাংলাদেশে আছি বোঝা যাচ্ছে না। কলকাতা পুলিশ বাংলাদেশি পুলিশের মতো আচরণ করছে। আমার মাটি আমার মা, বাংলাদেশ হবে না।”

প্রসঙ্গত, এ দিন আইনসভায় পশ্চিমবঙ্গের ভারতে অন্তর্ভুক্তির পক্ষে ভোটাভুটির দিনটিকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসাবে পালন করে বিজেপি। ২০২১ সালের পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতি বছর বিধানসভায় পরিষদীয় দলের তরফে দিনটি পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =