হাওড়া : দিঘার রথযাত্রায় হাওড়ার পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠিকে ঘিরে তৈরি হল বিতর্ক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে চিঠি লিখে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান। শুভেন্দুর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাত্রাপথ সহজ করতে গিয়ে হাওড়ার সিপি প্রবীণ ত্রিপাঠি জুতো পরেই দাঁড়িয়েছিলেন শ্রীজগন্নাথদেবের রথের পবিত্র দড়ির উপর।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শুভেন্দু বলেন, “কোটি কোটি সনাতনী ভক্তের কাছে রথের দড়ি স্বয়ং ভগবানের রূপ। সেই দড়ির উপর জুতো পরে দাঁড়ানো মানে ভগবানের অবমাননা এবং হিন্দু সমাজের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত।”
তিনি আরও জানান, এ বিষয়ে তিনি প্রবীণ ত্রিপাঠিকে চিঠি লিখে ঘটনার ব্যাখ্যা চেয়েছেন এবং অবিলম্বে সনাতনী সমাজ ও শ্রীজগন্নাথদেবের কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।
শুভেন্দুর প্রশ্ন—“রাজ্যের প্রশাসনিক স্বাচ্ছন্দ্য বজায় রাখতে গিয়ে কি ধর্মীয় অনুভূতিকে এইভাবে পদদলিত করা হবে? মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দোহাই দিয়ে কি রথযাত্রার পবিত্রতাও ধ্বংস হবে?”
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে সনাতনী সমাজের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোড়ন তৈরি হয়েছে।
শুভেন্দুর দাবি, “এই ঘটনা কেবল একজন অফিসারের ব্যক্তিগত আচরণ নয়—এটি প্রমাণ করে, ধর্মীয় বিশ্বাসের গুরুত্ব আজ রাজ্যের শাসনযন্ত্রে কতটা উপেক্ষিত।”
যদিও এই বিষয়ে হাওড়া পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি।