কলকাতা : ঘন কুয়াশার পরিপ্রেক্ষিতে দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে দমদম বিমানবন্দরে রবিবার স্বাভাবিক পরিষেবা ব্যাহত হয়েছে। অবতরণের ক্ষেত্রে যেমন সমস্যা হয়েছে তেমন সময় সূচি অনুযায়ী বিমান উড়তে বাধাপ্রাপ্ত হয়েছে।
দমদমে নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের এই ছবি ভোর ৫.৪০ মিনিট থেকে সকাল ৮.০০টা পর্যন্ত। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফেও এক বিবৃতিতে তা স্বীকার করে নেওয়া হয়েছে।
খুব সকালের দিকে, পৌনে ছ’টা থেকে আটটা পর্যন্ত এই বিপত্তি চলেছে। দৃশ্যমানতা কম থাকায় স্বাভাবিকভাবেই একটি বিমান যেমন সময়ে নামতে পারেনি ১০টি বিমানও নির্দিষ্ট সময়ের মধ্যেই উড়ে যায় নি। ঢাকা থেকে কলকাতাগামী বিমানের অবতরণের জন্য রুট ঘুরিয়ে অন্যত্র পাঠানো হয়। অনুপযুক্ত আবহাওয়ার কারণে বিমান ছাড়তে দেরি থাকায় যাত্রীদের সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য লাউঞ্জে অপেক্ষায় থাকা সকলকেই জানিয়ে দেওয়া হয় বিমান যাত্রীদের।