নয়াদিল্লি : দিল্লিবাসীর উদ্দেশ্যে বিশেষ অনুরোধ জানালেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বিজেপির প্রলোভনে পা না দেওয়ার অনুরোধ জানিয়ে কেজরিওয়াল জানিয়েছেন, ফাঁদে পড়বেন না, টাকা নিন কিন্তু ভোট দেবেন না।
কেজরিওয়াল এদিন বলেছেন, “আমি ঝুগগিদের কাছ থেকে অনেক ফোন পেয়েছি, তাঁদের (বিজেপি) দল ঘরে ঘরে যাচ্ছে এবং সেখানে বসবাসকারীদের জিজ্ঞাসা করছে – ৩০০০ টাকা নিন এবং নির্বাচন কমিশন বাড়িতে ভোট দেওয়ার সুবিধা দেবে। এটা শুনে আমি হতবাক হয়ে গেলাম।
এটা আপনাদের ফাঁসানোর ষড়যন্ত্র। আমি আপনাদের বড় ভাই, গতরাতে আমি ঘুমাতে পারিনি – আমি আপনাদের ফাঁদে না পড়ার পরামর্শ দিচ্ছি। ফাঁদে পড়বেন না, টাকা নিন কিন্তু ভোট দেবেন না।”