৪ মে পুণ্যার্থীদের জন্য খুলছে বদ্রীনাথ মন্দির, বসন্ত পঞ্চমীতে ঘোষিত দিনক্ষণ

তেহরি : আগামী ৪ মে পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত হবে বদ্রীনাথ মন্দির। রবিবার বসন্ত পঞ্চমীর পবিত্র মুহূর্তে ঘোষিত হল দিনক্ষণ।

রবিবার বসন্ত পঞ্চমী উপলক্ষ্যে উৎরাখণ্ডের তেহরি জেলার নরেন্দ্র নগর রাজ মহলে প্রার্থনা ও সমস্ত আচার অনুষ্ঠানের পর বদ্রীনাথ মন্দিরের পোর্টাল উন্মুক্ত করার দিনক্ষণ ঘোষণা করা হয়। এই বছর বদ্রীনাথ মন্দিরের দরজা ৪ মে সকাল ৬টা নাগাদ উন্মুক্ত হবে।

তেহরির থারাজগুরু আচার্য কৃষ্ণানন্দ নউটিয়াল বলেছেন, “বদ্রীনাথ মন্দিরের পোর্টাল আগামী ৪ মে খুলবে – ভোর ৪টে থেকে সকাল ৬টার মধ্যে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 1 =