নরেন্দ্রপুর : সরস্বতী পুজোর দিন সকালে দরজা ভেঙে ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার করল বাবা ও মা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার ৩০ নম্বর ওয়ার্ডের লস্করপুরের নারকেলবাগান এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
জানা গেছে , দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র দেবাঙ্গন সুর (১৯)। রাতে বাবা ও মায়ের সঙ্গে তাঁর কথা কাটকাটি হয়। তারপর নিজের ঘরে ঢুকে শুয়ে পড়ে দেবাঙ্গন। দরজা ভেতর থেকেই বন্ধ ছিল। রবিবার সকালে বারবার ডাকার পরেও কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি।
বাধ্য হয়ে দরজা ভাঙা হয়। দরজা ভাঙতেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে। খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।