কলকাতা : হাই কোর্টের নির্দেশে পুলিশি নিরাপত্তায় সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে। রবিবার দুপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেখানে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন যোগেশচন্দ্র চৌধুরী কলেজের পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, চক্রান্ত করে তাঁদের ক্যাম্পাসে পুজো করতে দেওয়া হয়নি।
এখানেই শেষ নয়, দিনের পর দিন তাঁদের নানারকম হুমকি দেওয়ার অভিযোগও তুলেছেন তাঁরা। অশান্তির মাঝেই বিক্ষুদ্ধ পড়ুয়াদের সঙ্গে কথা বলেন ব্রাত্য বসু।
এ দিন দুপুরে ওই কলেজে পৌঁছন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ মালা রায়ও। তাঁরা অধ্যক্ষের সঙ্গে কথা বলেন বেশ কিছুক্ষণ। জানা গেছে, ব্রাত্যর সামনে কেঁদে ফেলেন এক ছাত্রী। পড়ুয়ারা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার আর্জি জানান বারংবার। এরপর পড়ুয়াদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করতে রাজি হন শিক্ষামন্ত্রী।