কলকাতা : যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজোর প্রস্তুতিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। ওই মামলাতেই পুলিশি ঘেরাটোপে সরস্বতী পুজোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।
রবিবার সরস্বতী পুজোর দিন এ বিষয়ে রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি এদিন সোশ্যাল মিডিয়ায় বলেন, “কোনটা যশোর, রংপুর, ঢাকা আর কোনটা কলকাতা, বেলডাঙা, ডায়মন্ড হারবার বুঝতেই পারবেন না।
ওপার বাংলা আর এপার বাংলাকে মিলিয়ে দিলেন মুহাম্মদ ইউনূস ও মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশকে অনুকরণ করে সশস্ত্র বাহিনীর নিরাপত্তায় পুজোর রেওয়াজ এপার বাংলায় চালু করালেন মাননীয়া মুখ্যমন্ত্রী। যোগেশচন্দ্র চৌধুরী কলেজ ক্যাম্পাসে পুজো হচ্ছে, না সন্ত্রাসবাদী হামলা প্রতিরোধের মহড়া চলছে বোধগম্য হচ্ছে না।
সনাতন সংস্কৃতির ওপর আঘাত হানা বাংলাদেশে যতটা সহজ, পশ্চিমবঙ্গেও সেই কুরুচিকর ধারার আমদানী আগেই করা হয়েছিল তুষ্টিকরণের রাজনীতি কে বলিষ্ঠ করার উদ্দেশ্যে।
এ তো সবে শুরু, এখনো অনেক দেখা বাকি আছে…”
উল্লেখ্য, এদিন সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেন শুভেন্দু। ভিডিওর ক্যাপশনে লেখা “ওপার এপার একাকার, সনাতনীদের হাহাকার”।