হেলমেটহীন বাইক চালিয়ে আইনকে বুড়ো আঙুল দেখানোর অভিযোগ সৌমিত্রর বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন, ইন্দাস: মাথায় হেলমেট ছাড়াই নিজে বাইক চালিয়ে প্রচারে সৌমিত্র খাঁ! সরকারি আইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বাইকে প্রচারে সারার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। অভিযোগ, হেলমেট ছাড়া বাইকের পেছনে দেখা গেল তাঁর সিকিউরিটিকেও। আর এখানেই সরকারি আইনের মান্যতা নিয়ে উঠছে প্রশ্ন।
লালমাটির জেলা বাঁকুড়ায় বিগত কয়েকদিন ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। বাইরে বেরনো রীতিমতো চ্যালেঞ্জ হয়ে উঠছে। তার মাঝেই ভোট প্রচারে খামতি রাখছেন না বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সকাল থেকেই ইন্দাস ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামে ভোট প্রচার করছেন তিনি। কখনও শিবমন্দিরে পুজো দিয়ে, কখনও বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করতে দেখা যায় তাঁকে।
তপ্ত দুপুরে ক্লান্ত হয়ে ঠান্ডা জলে হাতমুখ ভিজিয়ে নিতেও দেখা যায় বিজেপি প্রার্থীকে। হঠাৎ করে একটি দোকানে ঢুকে ঠান্ডা পানীয় খেয়ে একটু গলা ভিজিয়ে নিতেও এদিন দেখা যায় তাঁকে। বিজেপি প্রার্থী ঠান্ডা পানীয় খাওয়ান দলীয় কর্মী সমর্থকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 1 =