কলকাতা : রাজ্যে স্মার্ট মিটার বসানো হবে না। বুধবার বিধানসভায় এক প্রশ্নের উত্তরে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস।
বিদ্যুৎ মন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার স্মার্ট মিটার বাধ্যতামূলক করতে চেয়েছিল। মুখ্যমন্ত্রী তা করতে দেবেন না। আমাদের রাজ্যে স্মার্ট মিটার বসানো হবে না।
যে সব স্মার্ট মিটার লাগানো হয়েছে, সেগুলি পোস্ট পেইড হিসেবে আগের নিয়মে কাজ করবে বলেও জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী। এই মিটারগুলোকে যেদিন লাগানো হচ্ছে, তার তিন মাস পর থেকে সাধারণ মিটার হিসাবে গণ্য করা হবে।