হাজিরা খাতা সমেত মনোজিতের নথিও বাজেয়াপ্ত করেছে সিট, তদন্তে গতি আনতে তৎপরতা

কলকাতা : বিতর্ক পিছুই ছাড়ছে না কসবা থানার অধীনে সাউথ ক্যালকাটা ল কলেজের। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা’র নেতৃত্বে ৭ থেকে বিশেষ তদন্ত দলের সদস্য সংখ্যা ৯ হতেই জাল গুটিয়ে আনতে চলেছে সিট। কলেজ পরিচালন সমিতির বৈঠকের পুঙ্খানুপুঙ্খু বিবরণ লিপিবদ্ধ করা হয়েছে।

গভর্নিং বডির সিদ্ধান্ত নাকি প্রধান অভিযুক্ত মনোজিত মিশ্র নিয়োগের জন্য রাজনৈতিক হস্তক্ষেপ ছিল তা রয়েছে তদন্তকারী বিশেষ পুলিশ দলের নজরেই। হাজিরা খাতা ও নথি বাজেয়াপ্ত করা হয়েছে। এ পর্যন্ত সে পারিশ্রমিক বাবদ কত অর্থ উপার্জন করেছে ওই নথিও।

সেইসঙ্গে মনোজিতের পারিশ্রমিকের পেমেন্ট ভাউচার পর্যন্ত এই মুহূর্তে কলকাতা পুলিশের হাতে রয়েছে । শুধু তাই নয়, মনোজিত ওই কলেজের আ্যলুমনি হয়েও সে চুক্তির ভিত্তিতেই সেখানে নিয়োগপ্রাপ্ত। তার প্রয়োজনীয় নথিপত্র ও নিয়োগের জন্যে নির্দেশিত চিঠিটিও কলকাতা পুলিশের তদন্তে নিজেদের হেফাজতেই নিয়েছে। গভর্নিং বডি বৈঠকের মিনিটস পর্যন্ত সমস্ত কিছুই। মূল্যবান তথ্যাদি মজুত করছে সিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =