দুর্গাপুর : সামাজিক মাধ্যমে কমেন্ট করা নিয়ে হাতাহাতি। আর তারই মাঝে আগ্নেয়াস্ত্র বের করে হুমকির দেয় বলে অভিযোগ। ঘটনায় আগ্নেয়াস্ত্র সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাত্রে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অন্ডাল বিমান বন্দর রোডে।
ঘটনার সূত্রপাত ফেসবুকে কমেন্ট করা নিয়ে। এক কিশোর সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে। সেই পোস্টে অন্য এক যুবক কমেন্ট করে। আর সেই কমেন্ট করা নিয়ে দুই কিশোরের মধ্যে ঝামেলার সূত্রপাত ঘটে। শুক্রবার রাতে বিষয়টি নিয়ে দুই কিশোর মুখোমুখি হয় অন্ডাল থানার উখরা থেকে আমলৌকা যাওয়ার বিমাননগরী রোডে। সেখানে দুই কিশোরের কয়েকজন বন্ধুও উপস্থিত ছিল। কমেন্ট করা নিয়ে আলোচনা চলার সময় দুপক্ষের মধ্যে বচসা বাধে, কিছুক্ষণের মধ্যেই শুরু হয় মারামারি। এই সময় এক কিশোর আগ্নেয়াস্ত্র বের করে বলে অভিযোগ।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায় উখরা ফাঁড়ির পুলিশ। বিকাশ কুমার কুর্মি, বলরাম কুমার চৌহান ও শুভম কুমার মাহাতো নামে তিন কিশোরকে গ্রেফতার করে। এবং কার্তুজসহ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। তাদের কাছে কিভাবে আগ্নেয়াস্ত্র এল, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতদের নাম বিকাশ কুমার কুর্মি, বলরাম কুমার চৌহান ও শুভম কুমার মাহাতো। তিন কিশোরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে এক রাউন্ড কার্তুজ সহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। ধৃত বিকাশ কুর্মি পাণ্ডবেশ্বর থানার ৭/৯ পিট ছোড়ার বাসিন্দা। অন্য দুজন দুর্গাপুর ফরিদপুর থানার ওল্ড ঝাঁঝরা কলোনির বাসিন্দা। শনিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন খারিজ করে দেন।