কলকাতা : শিয়ালদহ ও দমদম জংশনের মাঝে ব্রিজ মেরামতির কাজের জেরে, বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন। শনি ও রবিবার শিয়ালদহ মেইন লাইনে বাতিল থাকবে একাধিক লোকাল। রেল সূত্রে খবর, ব্রিজের মেরামতির জন্য শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে রবিবার সকাল ৮টা ১৫ মিনিট পর্যন্ত ওই লাইনে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে। সেই কারণেই টানা ১০ ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হবে শিয়ালদহ মেইন লাইনে।
জানা গেছে, শিয়ালদহ থেকে দমদম জংশন পর্যন্ত অংশে ৩ ও ২৭ নম্বর ব্রিজে গার্ডার বদলের কাজের জন্যে শনিবার রাত ১০টা ১৫ থেকে শুরু করে রবিবার সকাল ৮টা ১৫ পর্যন্ত দশ ঘণ্টা পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। এই কারণে শনিবার রাতে শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন শাখায় আপ ও ডাউন মিলিয়ে ৩৬টি এবং রবিবার সকালে আপ ও ডাউন মিলিয়ে ৩৮টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। এ ছাড়াও এই দশ ঘণ্টায় আপ ও ডাউন মিলিয়ে ডিভিশনের মোট ন’টি লোকাল গন্তব্যের আগেই যাত্রা শেষ করবে (শর্ট টার্মিনেশন) বলে জানিয়েছে পূর্ব রেল। এর জেরে প্রবল ভোগান্তির আশঙ্কায় নিত্যযাত্রীরা।