বার্বাডোস : প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে লিড নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দ্বিতীয় ইনিংসে অজিরা ঘুরে দাঁড়াল। জশ হ্যাজেলউডের তোপে ক্রিজে থাকতেই পারেনি উইন্ডিজ। তিন দিনেই অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম টেস্টে জিতল ।
তিন ম্যাচের সিরিজে তারা এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
বার্বাডোসে শুক্রবার রাতে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের প্রথম টেস্টে ১৫৯ রানের বড় ব্যবধানে হারাল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে একাই ৫ উইকেট নিয়ে অজিদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হ্যাজেলউড।
৩০১ রান তাড়া করতে নেমে রীতিমতো ধরাশায়ী হয় উইন্ডিজ। ওপেনার ক্রেইগ ব্রাথওয়েটকে (৪) মিচেল স্টার্ক শিকার করার পর দ্বিতীয় উইকেটে ৪৩ রানের জুটি গড়েছিল জন ক্যাম্পবেল ও কেচি কার্টি।
এরপরই দৃশ্যপট পাল্টে যায়। আসরে হাজির হন হ্যাজেলউড। টানা ৪ উইকেট তুলে নিয়ে মুহূর্তেই ধস নামান ক্যারিবীয়দের ব্যাটিং লাইন আপে। ক্যাম্পবেল ২৩ আর কার্টি ২০ রান করে আউট হন। দলীয় ৬১ রানে কামিন্সের বলে বোল্ড হন শাই হোপ। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি উইন্ডিজ। জাস্টিন গ্রিভস একপ্রান্ত ধরে রেখে ৩৮ রানে অপরাজিত থাকেন। শেষদিকে ২২ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন শামার জোসেফ। তাঁকে আউট করেন নাথান লায়ন। ১৪১ রানে থামে উইন্ডিজের ইনিংস। বড় ব্যবধানে জয় তুলে নেয় অজিরা।
এর আগে ট্রাভিস হেড, ব্যু ওয়েবস্টার ও অ্যালেক্স ক্যারির ফিফটির ইনিংসের কল্যাণে উইন্ডিজের সামনে ৩০১ রানের লক্ষ্যমাত্রা দেয় অস্ট্রেলিয়া। হেড ৬১, ওয়েবস্টার ৬৩ আর ক্যারি ৬৫ রান করেন। শামার জোসেফ নেন ৫ উইকেট। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৮০ রানের জবাবে ১৯০ রানে অলআউট হয়েছিল উইন্ডিজ।