গ্যাংটক : দুর্যোগে বিপর্যস্ত সিকিমে শুরু হয়েছে উদ্ধারকাজ। পাকিয়ং গ্রিনফিল্ড বিমানবন্দর থেকে বৃহস্পতিবার সকালে শুরু হয় উদ্ধারকাজ।
চাটেনে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। দু’টি এমআই-১৭ হেলিকপ্টার প্রথম উদ্ধার অভিযান সম্পন্ন করেছে, যার মাধ্যমে ৩৯ জনকে চাটেন থেকে পাকিয়ং গ্রিনফিল্ড বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয়েছে।
এছাড়াও, চিতা হেলিকপ্টার ব্যবহার করে চারজন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পর্যটকদের শিলিগুড়িতে যাতায়াতে সুবিধাজনক করার জন্য সিকিম সরকার এসএনটি বাসের ব্যবস্থা করেছে। এছাড়াও, এমআই-১৭ হেলিকপ্টার আটকে পড়া পর্যটকদের নিরাপদে বাগডোগরায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে।