নয়াদিল্লি : আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় কর্ণাটক সরকারের তীব্র সমালোচনা করলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে উভয়ের পদত্যাগ দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে সম্বিত পাত্র বলেছেন, “বিসিসিআই সভাপতি এবং আইপিএল চেয়ারম্যান বলেছেন, তারা এই ধরণের কোনও ঘটনার কথা জানেন না। আগেও বিজয় মিছিল করা হয়েছে। কিন্তু বিজয় মিছিল সর্বদা জয়ের কমপক্ষে ২ দিন পরে অনুষ্ঠিত হত। এই সময়ের ব্যবধানে সঠিক ভিড় ব্যবস্থাপনার ব্যবস্থা করা প্রয়োজন। মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রী বিজয় মিছিলের জন্য বাধ্য করেছিলেন এবং এই সমস্ত ব্যবস্থা মাত্র ১২ ঘণ্টার মধ্যে করা হয়েছিল এবং ফলাফল ১১ জনের মৃত্যু।”
সম্বিত পাত্র আরও বলেছেন, “আল্লু অর্জুনের সিনেমার প্রদর্শনীর সময় যখন পদপিষ্টের ঘটনা ঘটে, তখন তাকে গ্রেফতার করা হয়। কর্ণাটক সরকার তাকে গ্রেফতারের নির্দেশ দেয়। আল্লু অর্জুনের গ্রেফতারের একই নীতিতে কি ডিকে শিবকুমার এবং সিদ্দারামাইয়াকে গ্রেফতার করা হবে?”