আজ অর্থাৎ ০৫ জুন পার্পেল লাইনে স্বাভাবিক মেট্রো পরিষেবা চালু থাকবে এমনটাই জানান হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে। বৃহস্পতিবার প্রতি ২৪ মিনিট অন্তর অন্তর মেট্রো চলবে।
এইদিন মোট ৬২টি পরিষেবা চালানো হবে বলেই মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে। এর মধ্যে ৩১টি আপ ও ৩১টি ডাউন ট্রেন চলবে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী।
মাঝেরহাট থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৫৭ মিনিটে এবং জোকা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টা।
ওই দিনেই রাতের শেষ মেট্রো জোকা ও মাঝেরহাট, উভয় স্টেশন থেকেই ছাড়বে রাত্রি ৮টায়।