ব্যারাকপুর: তিনি জাত-ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষকে মর্যাদা দিয়েছিলেন। সহজ, সরল ভাবে বুঝিয়ে গিয়েছেন জীবন সংসারের নানা গূঢ় কথা। তিনি বীর সন্ন্যাসী বিবেকানন্দর গুরু। ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৭ তম জন্মতিথি আজ, শুক্রবার। বেলুড়মঠে ধূমধাম করে পালিত হচ্ছে জন্মতিথি। পাশাপাশি রামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন এলাকা থেকে শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। রুশ বাহিনীর দাপটে ছাড়খাড় ইউক্রেন। যুদ্ধের এই পটভূমিতে রামকৃষ্ণ দেবের জন্মতিথিতে আয়োজিত শোভাযাত্রায় ছড়িয়ে দেওয়া হয় বিশ্ব শান্তির বার্তা। শোভাযাত্রায় অংশ নেন কামারহাটি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল প্রার্থী অরিন্দম ভৌমিক। ঠাকুর পরমহংস দেবের ছবিতে মালা দিয়ে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেন। শোভাযাত্রা ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে। অরিন্দম ভৌমিক বলেন, ‘ঠাকুর পরমহংস দেবের জন্মতিথিতে প্রতি বছর শোভাযাত্রা বের করা হয়। তবে এবারে যুদ্ধ নয়। শান্তি চাই। এই বার্তা নিয়েই এদিন শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল।’