সাঁতরাগাছি থেকে পুরুলিয়া-বাঁকুড়া-হাওড়া মেমু ট্রেনের যাত্রা সূচনা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

কলকাতা : রেলের আধুনিকীকরণ এবং যাত্রী পরিষেবারকথা মাথায় রেখে শনিবার সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পুরুলিয়া-বাঁকুড়া-হাওড়া মেমু ট্রেনের (মশাগ্রাম হয়ে) রেলযাত্রী পরিষেবার সূচনা করলেন কেন্দ্রীয় রেল, তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিন এই অনুষ্ঠানে তিনি রেল সম্প্রসারণ, আধুনিকীকরণ এবং যাত্রী সুবিধার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অগ্রাধিকারের কথা উল্লেখ করে বলেন, এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য প্রায় ১২ লক্ষ রেল কর্মী নিরন্তর কঠোর পরিশ্রম করছেন।

বৈষ্ণব বলেন, ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে রেলপথে প্রায় ৪৩৮০ কোটি টাকা বিনিয়োগ করা হলেও বর্তমানে এই সংখ্যা বেড়ে প্রায় ১৪ হাজার কোটি টাকা হয়েছে। তিনি আরও বলেন, ২০১৪ থেকে ২০২৫ সালের মধ্যে কলকাতা মেট্রোর নেটওয়ার্ক ৪১ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে, যেখানে ১৯৭২ থেকে ২০১৪ সালের মধ্যে মাত্র ২৮ কিলোমিটার রেলপথ ছিল।

তিনি কলকাতা মেট্রো এবং অন্যান্য রেল প্রকল্পের সঙ্গে সম্পর্কিত জমি অধিগ্রহণ, ট্র্যাফিক অনুমতির মতো চ্যালেঞ্জগুলির কথা উল্লেখ করে রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট আধিকারিকদের রাজনীতির ঊর্ধ্বে উঠে জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

সাঁতরাগাছি স্টেশনকে অমৃত স্টেশন হিসেবে উন্নীত

অশ্বিনী বৈষ্ণব সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনকে ‘অমৃত স্টেশন’ হিসেবে উন্নীত করার প্রশংসা করে বলেন, গত দেড় বছরে প্রকল্পটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এই স্টেশনটিকে একটি স্মার্ট, পরিবেশবান্ধব এবং যাত্রীবান্ধব কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা ২০৬৩ সালের মধ্যে প্রতিদিন ৫০ হাজারেরও বেশি যাত্রী পরিষেবার জন্য প্রস্তুত।

গ্রামীণ ও আঞ্চলিক যোগাযোগকে শক্তিশালী করবে নতুন রেলপথ

পুরুলিয়া-বাঁকুড়া-হাওড়া মেমু ট্রেন পরিষেবা (মশাগ্রাম হয়ে) গ্রামীণ, স্থানীয় এবং আঞ্চলিক রেল যোগাযোগকে শক্তিশালী করবে। এই পরিষেবা বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং আশেপাশের জেলাগুলির হাজার হাজার যাত্রীর জন্য প্রতিদিনের রেলযাত্রাকে সহজ করে তুলবে। এটি কেবল রেলযাত্রায় সময় কমাবে না বরং অর্থনৈতিক কর্মকাণ্ডকেও বাড়িয়ে তুলবে।

অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী সুকান্ত মজুমদার এবং সাংসদরা

শনিবার পুরুলিয়া-বাঁকুড়া-হাওড়া মেমু ট্রেনের (মশাগ্রাম হয়ে) রেলযাত্রী পরিষেবার সূচনা হওয়ায় উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে রেলমন্ত্রী হিসেবে চার বছর পূর্ণ করার জন্য অভিনন্দন জানিয়ে বলেন, এই মেয়াদ রেলের অভূতপূর্ব উন্নয়নের জন্য পরিচিত হবে। লোকসভার সাংসদ প্রসূণ বন্দ্যোপাধ্যায় এবং সৌমিত্র খান সহ উচ্চ রেল আধিকারিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 12 =