কলকাতা : সাউথ ক্যালকাটা ল কলেজের এক ছাত্রীকে সেখানে গার্ড রুমে আটকে রাখা ও জোরপূর্বক গণধর্ষণ করা হয়েছে। কসবা থানায় এই অভিযোগে ৫ সদস্যের বিশেষ তদন্ত কমিটি শনিবার গঠন করা হয়েছে। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বেই ওই ঘটনায় পরবর্তী পর্যায়ে তদন্তের কাজ করবে – নতুন করে – “সিট” গড়ে তোলা হয়েছে।
অবিলম্বে তদন্তের কাজ হবে। স্পেশাল ইনভেস্টিগেশন টিমের তথা সিট এর নেতৃত্বেই রয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, (কলকাতা পুলিশ) রবিন কুমার ঘোষাল। আরও জানানো হয়েছে, কসবা কাণ্ডের ঘটনায় পুনর্নির্মাণ করার পরিকল্পনা রয়েছে।
শুধু তাই নয়, কসবা কাণ্ডে মেডিকো লিগ্যাল পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসঙ্গে অভিযুক্তদের ভূমিকা পর্যালোচনায় এই মেডিকো লিগ্যাল পরীক্ষা করার সিদ্ধান্ত হয়েছে। হাতের নখের আঁচড় থেকে শুরু করে যাবতীয় প্রমাণ খুঁজে পেতে এই সিদ্ধান্ত কলকাতা পুলিশের।