লাস্ট স্মাইল, লাস্ট চান্সও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণে আজ দ্বিতীয় কোয়ালিফায়ার। আরসিবি প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনাল নিশ্চিত করেছিল। পঞ্জাব কিংসের কাছে দ্বিতীয় সুযোগ এটাই। বলা যায়, শেষ সুযোগ। পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ট্রফির খোঁজে পঞ্জাব কিংস। লড়াইটা যদিও মাঠে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের পুরনো রেকর্ডে দেখা যাবে, তাদের শুরুটা হয় মন্থর। কিন্তু একবার ছন্দে ফিরলে, থামানো মুশকিল। এ বারও তাই হয়েছে। শুরুটা কচ্ছপের গতিতে। ধীরে ধীরে দুরন্ত ছন্দে। ফাইনাল এবং ছ’নম্বর ট্রফি থেকে দু-ম্যাচ দূরে।
পঞ্জাব কিংস এ বারের আইপিএলে অন্যতম ধারাবাহিক। লিগ পর্বের শেষ দুটো ম্যাচে তারা পায়নি যুজবেন্দ্র চাহালকে। যা অস্বস্তি তৈরি করেছিল। প্রথম কোয়ালিফায়ারের আগে প্র্যাক্টিস করলেও ঝুঁকি নেওয়া হয়নি। আমেদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ারের আগে প্র্যাক্টিসে স্বচ্ছন্দ দেখা গিয়েছে চাহালকে। প্রত্যাশা করা যায়, এই ম্যাচে ফিরছেন চাহাল। কিন্তু চাহাল ফিরলেও মুম্বই ইন্ডিয়ান্সের চাহারকে নিয়ে চিন্তা থাকছেই। মনে করা হয়েছিল, তাঁর চোট গুরুতর নয়। এলিমিনেটর ম্যাচে তাঁকে খেলানো হয়নি। এর থেকেই পরিষ্কার, চোট গুরুতর বলেই খেলানো হয়নি। এই ম্যাচেও সম্ভাবনা নেই বললেই চলে।
মুম্বই শিবিরে আরও একটা চোট চিন্তা রয়েছে। রিচার্ড গ্লেসন। হ্যামস্ট্রিংয়ে টান ধরেছিল। শেষ ওভারে চোট নিয়েই বোলিং করেন। কিন্তু তিনটি ডেলিভারির পরই মাঠ ছাড়েন। তাঁকে একান্তই পাওয়া না গেলে রিস টপলিকে খেলাতে পারে মুম্বই। টিমে আর কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে।
পঞ্জাব কিংসের সম্ভাব্য দ্বাদশ: প্রভসিমরন সিং, প্রিয়াংশ আর্য, জশ ইংলিশ, শ্রেয়স আইয়ার, নেহাল ওয়াদেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টইনিস, আজমতুল্লা ওমরজাই, হরপ্রীত ব্রার, কাইল জেমিসন, যুজবেন্দ্র চাহাল, বিজয়কুমার বিশাখ
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য দ্বাদশ: রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, নমন ধির, মিচেল স্যান্টনার, রাজ অঙ্গদ বাওয়া, রিচার্ড গ্লেসন/রিস টপলি, জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, অশ্বিনী কুমার