পাক চর খুঁজতে কলকাতায় জোর তল্লাশি এনআইএ-র

কলকাতা : শনিবার জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা শনিবার পার্ক সার্কাস, মোমিনপুর, একবালপুরে তল্লাশি চালান।

জানা গিয়েছে, ডায়মন্ড হারবার রোডের একটি ভ্রমণসংস্থায় তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা। দোকানের মালিক শনিবার সংবাদমাধ্যমকে বলেন, “আজ সকালে দোকান খুলতেই দেখি এনআইএ-র কুড়ি থেকে পঁচিশ জনের একটি দল আসে। আমায় আইডি কার্ড দেখিয়ে বলে আমরা তল্লাশি করব। এরপর আমার মোবাইল নিয়ে নেয়। আমার দোকানে মোবাইল ঘেঁটে দেখেন। তারপর বললেন, পাঁচ হাজার টাকার নাকি ট্রানজাকশন হয়েছে। আমরা টাকাও ট্রান্সফার করি। থার্ড পার্টি অ্যাপস দিয়ে করি। শুনছি এই টাকা নাকি পাকিস্তান গেছে। গ্রাহক আমাদের টাকা ট্রানজাকশন করতে বলে। আমরা করে দিই। এরপর সোমবার আমায় এনআইএ দফতরে ডেকে পাঠানো হয়েছে।”

শনিবার সকাল থেকে বাংলা, দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান এবংর অসমে এনআইএ হানা দিয়েছে। সব মিলিয়ে মোট ১৫টি এলাকায় চলে তল্লাশি। পাক চর, স্লিপার সেলের খোঁজ চালান তদন্তকারীরা।

প্রসঙ্গত, পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে কিছুদিন আগে হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে হিসার থেকে গ্রেফতার করা হয়। তারপর আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়। সম্প্রতি, পাক-গুপ্তচর বৃত্তির অভিযোগে সিআরপিএফ জওয়ান মোতিরাম জাট গ্রেফতার হন। লাগাতার তাঁকে জেরা করছেন তদন্তকারী আধিকারিকরা। সেই তথ্যের উপর ভিত্তি করে এদিনের অভিযান বলে জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − six =