টোকিও ও নয়াদিল্লি : ‘অপারেশন সিন্দুর’ নিয়ে বিভিন্ন দেশে কূটনৈতিক প্রচারের জন্য কেন্দ্রের দু’টি সর্বদলীয় প্রতিনিধি দল সফর শুরু করেছে। এর মধ্যে একটি দল বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিও পৌঁছে। বিশ্বমঞ্চে পাকিস্তানের ষড়যন্ত্র ফাঁস করবে এই প্রতিনিধি দল।
জনতা দল (ইউনাইটেড)-এর সাংসদ সঞ্জয় কুমার ঝা-এর নেতৃত্বে একটি সর্বদলীয় প্রতিনিধিদল বৃহস্পতিবার সকালে টোকিও পৌঁছেছে। এই প্রতিনিধি দলে রয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সঞ্জয় কুমার ঝা-এর নেতৃত্বে এই প্রতিনিধি দল টোকিওতে ভারতীয় দূতাবাসে পৌঁছনা। সেখানে তাঁদের স্বাগত জানান রাষ্ট্রদূত সিবি জর্জ। পরে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন সবাই।
জেডি(ইউ) সাংসদ সঞ্জয় কুমার ঝা বলেছেন, “আমরা মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেছি। শিশুরা ‘বৈষ্ণব জন’ গানটিও গেয়েছে। এর পরে, আমাদের প্রতিনিধিদল বিদেশমন্ত্রী, সাংসদ এবং থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে দেখা করবে। আমরা নতুন স্বাভাবিক পরিস্থিতি এবং পাকিস্তান-মদতপুষ্ট সন্ত্রাসবাদ সম্পর্কে কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী মোদীর অবস্থান উপস্থাপন করব।”