বিকানের : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার রাজস্থানের বিকানেরে পৌঁছে করনি মাতার মন্দির দর্শন ও পূজার্চনা করেছেন। এরপর নতুন রূপে সজ্জিত দেশনোক স্টেশনের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। এছাড়াও বিকানের-মুম্বই এক্সপ্রেস ট্রেনের যাত্রারও সূচনা করেছেন প্রধানমন্ত্রী।
বিকানেরে পৌঁছনোর পর প্রথমেই করনি মাতার মন্দির দর্শন ও পূজার্চনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। এরপর অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পুনর্নির্মিত দেশনোক স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এবং বিকানের-মুম্বই এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেন।
অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পুনর্নির্মিত দেশনোক স্টেশন উদ্বোধনের পর, প্রধানমন্ত্রী মোদী স্কুল শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা প্রমুখ।