কলকাতা : বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন সংক্রান্ত দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদারের উপর হামলার ঘটনায় স্বাধিকারভঙ্গের প্রশ্ন তুলে রাজ্য সরকারের কাছে স্বাধিকারভঙ্গের লোকসভার সচিবালয়ের তরফেই নোটিশ পাঠানো হয়েছে। সেদিনের ঘটনায় বিবরণ সবিস্তারে জানতে চাওয়া হয়েছে এবং দক্ষিণ ২৪ পরগণা জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী ও ডায়মন্ডহারবার সদর মহকুমার পুলিশ আধিকারিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ওই অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে। উল্লেখ্য, সেদিনের ঘটনার অব্যবহিত পরেই লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা’র কাছে সবিস্তারে উক্ত ঘটনা জানিয়ে হস্তক্ষেপ চেয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন সংক্রান্ত দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী।
এর পরিপ্রেক্ষিতেই স্বাধিকারভঙ্গ হয়েছে জানিয়ে এক নোটিশ ই – মেল মারফত এ রাজ্যের মুখ্যসচিব ডঃ মনোজ পন্থ, রাজ্য পুলিশের মহানির্দেশক তথা ডিজি রাজীব কুমারের কাছে, ই – মেল মারফত পৌঁছেছে। এবং অভিযোগ কারীকেও তার প্রতিলিপিও পাঠানো হয়েছে। লোকসভা সচিবালয়ের উপ – সচিব বালা গুরু জি স্বাক্ষরিত ওই চিঠিতে বিশদেই তা বলা হয়েছে।
স্বাধিকারভঙ্গ শাখার তরফেই ওই চিঠি। উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ের প্রতি জনতার হামলা ও কর্মসূচিতে বাধাদান এবং তৎপরবর্তীতে শাসকদলের কর্মীদের দ্বারা হেনস্থার গোটা ঘটনায় এই পদক্ষেপ লোকসভার। উক্ত ঘটনায় সংশ্লিষ্ট জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনুপস্থিত ছিলেন বলেও উল্লেখ করা হয়েছে। গত ১৯ ও ২০ জুন তারিখ ওই অভিযোগ জানিয়েছেন তিনি এবং অশান্তি সৃষ্টির ঘটনায় প্রকৃত তদন্ত ও দাবি করা হয়েছে।