লিডসের পর এজবাস্টন। টানা দু-ম্যাচে সেঞ্চুরি ভারতের নতুন টেস্ট ক্যাপ্টেন শুভমন গিলের। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই বলেছিলেন, সেরা ব্যাটার হয়ে উঠতে চান। সেই লক্ষ্যে অবিচল। প্রথম দিনের শেষে অপরাজিত রয়েছেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স। ভারতীয় টিমের বড় স্কোরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তাঁরই। কেরিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি। ক্যাপ্টেন হিসেবে টানা দ্বিতীয় ম্যাচে। ব্যাটার শুভমন গিল দুরন্ত ছন্দে।
এজবাস্টনে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড ক্যাপ্টেন বেন স্টোকস। যশস্বী জয়সওয়াল শুরু থেকে চালিয়ে খেললেও রাহুল সতর্ক শুরু করেন। যদিও তাঁর ইনিংস শেষ হয় দ্রুতই। তিনে নামা করুণ নায়ার ৮০ রানের পার্টনারশিপ গড়েন যশস্বীর সঙ্গে। করুণ নায়ার ফিরতেই ক্যাপ্টেনের প্রবেশ। যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিল দুর্দান্ত জুটি গড়েছিলেন। যশস্বী ৮৭ রানে ফিরতে অবশ্য সাময়িক অস্বস্তি। ঋষভ পন্থ এবং নীতীশ রেড্ডি বড় ইনিংস খেলতে পারেননি।
ভারতকে ভরসা দিচ্ছেন শুভমন গিল ও রবীন্দ্র জাডেজা। ইংল্যান্ডের মাটিতে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি শুভমনের। দিনের শেষে ১১৪ রানে ক্রিজে রয়েছেন তিনি। রবীন্দ্র জাডেজা ৪১ নটআউট। প্রথম দিন ৫ উইকেট হারিয়ে ৩১০ রান তুলেছে ভারত।