অল্পের জন্য সেঞ্চুরি মিস, দ্বিতীয় ইনিংসে হতে পারে বড় রেকর্ড

ইংল্যান্ডকে সামনে পেলে যেন বাড়তি তাগিদ দেখা যায় যশস্বী জয়সওয়ালের মধ্যে। পাঁচ ম্যাচের সিরিজ শুরু করেছিলেন সেঞ্চুরি দিয়ে। টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরিটা আসতেই পারত। জ্য়াজ়বল দুর্দান্ত গতিতেই এগচ্ছিল। তবে ৮৭ রানে থামল যশস্বীর ইনিংস। অল্পের জন্য সেঞ্চুরি মিস। সঙ্গে আরও একটা বড় রেকর্ডের জন্যও অপেক্ষা রইল। সব কিছু ঠিক থাকলে দ্বিতীয় ইনিংসেই সেই রেকর্ড হয়ে যেতে পারে। রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সেওয়াগের মতো কিংবদন্তিকে ছাপিয়ে যেতে পারেন যশস্বী জয়সওয়াল।

টেস্টে ২ হাজার রানের মাইলফলক ছুঁতে এই ম্যাচে ৯৭ রান করতে হত যশস্বী জয়সওয়ালকে। তিনি ফেরেন ৮৭ রানে। দ্বিতীয় ইনিংসে ১০ রান করলেই নজির। রাহুল দ্রাবিড় এবং বীরেন্দ্র সেওয়াগ দু-জনই ২৫ টেস্ট ও ৪০ ইনিংসে ২ হাজার রানের মাইলফলকে পৌঁছেছিলেন। যশস্বী খেলছেন কেরিয়ারের ২০তম টেস্ট। ৩৮ ইনিংস। দ্বিতীয় ইনিংসে এই নজিরেও নজর যশস্বীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 3 =