ইংল্যান্ডকে সামনে পেলে যেন বাড়তি তাগিদ দেখা যায় যশস্বী জয়সওয়ালের মধ্যে। পাঁচ ম্যাচের সিরিজ শুরু করেছিলেন সেঞ্চুরি দিয়ে। টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরিটা আসতেই পারত। জ্য়াজ়বল দুর্দান্ত গতিতেই এগচ্ছিল। তবে ৮৭ রানে থামল যশস্বীর ইনিংস। অল্পের জন্য সেঞ্চুরি মিস। সঙ্গে আরও একটা বড় রেকর্ডের জন্যও অপেক্ষা রইল। সব কিছু ঠিক থাকলে দ্বিতীয় ইনিংসেই সেই রেকর্ড হয়ে যেতে পারে। রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সেওয়াগের মতো কিংবদন্তিকে ছাপিয়ে যেতে পারেন যশস্বী জয়সওয়াল।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে গত সিরিজে ৭০০-র উপর রান করেছিলেন যশস্বী জয়সওয়াল। প্রথম ভারতীয় হিসেবে এই কীর্তি গড়েছিলেন। ইংল্যান্ডের মাটিতেও একই ছন্দে যশস্বী। লিডস টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। যদিও দ্বিতীয় ইনিংসে বড় রান আসেনি তাঁর ব্যাটে। এজবাস্টন টেস্টের প্রথম দিন যশস্বীর দাপট। প্রায় ৯০ স্ট্রাইকরেটে ব্যাট করছিলেন। অন্যদিকে, ক্যাপ্টেন শুভমন গিল ধীরস্থির। সেঞ্চুরিটা ছিল সময়ের অপেক্ষা। তাঁকে অবশ্য স্লেজিংয়ে চাপে রাখার চেষ্টা করেন বেন স্টোকস। সেই স্টোকসের বোলিংয়েই ফেরেন যশস্বী।
টেস্টে ২ হাজার রানের মাইলফলক ছুঁতে এই ম্যাচে ৯৭ রান করতে হত যশস্বী জয়সওয়ালকে। তিনি ফেরেন ৮৭ রানে। দ্বিতীয় ইনিংসে ১০ রান করলেই নজির। রাহুল দ্রাবিড় এবং বীরেন্দ্র সেওয়াগ দু-জনই ২৫ টেস্ট ও ৪০ ইনিংসে ২ হাজার রানের মাইলফলকে পৌঁছেছিলেন। যশস্বী খেলছেন কেরিয়ারের ২০তম টেস্ট। ৩৮ ইনিংস। দ্বিতীয় ইনিংসে এই নজিরেও নজর যশস্বীর।