ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া গ্রামের দুই যুবককে এনআইএ–র তলব

মুর্শিদাবাদ : খাগড়াগড় বিস্ফোরণ কান্ডের তদন্তে মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া সাগরপাড়ার দুই গ্রামের দুই যুবককে তলব করেছে এনআইএ।

সাগরপাড়া থানার খয়রামারি গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান ও খাঁ পাড়ার বাসিন্দা গোলাম কিবরিয়াকে নোটিস পাঠিয়ে তলব করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করতে চান জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বৃহস্পতিবার নিউটাউনে এনআইএ-র দফতরে তাদের হাজিরা দিতে হবে।

উল্লেখ্য, জাতীয় তদন্তকারী সংস্থা খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের তদন্তভার গ্রহণ করে। সেই তদন্তের অঙ্গ হিসেবেই এই দুজনকে নোটিস পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গোলাম কিবরিয়াকে খাগড়াগড় বিস্ফোরণ সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন করতে চান তদন্তকারী আধিকারিকরা, নোটিসে সে কথা উল্লেখ করা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 6 =