মুর্শিদাবাদের এক কংগ্রেস নেতা-সহ দু’জনকে তলব এনআইএ-র

মুর্শিদাবাদ : খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের প্রায় এক দশক পর তৎপর হল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। ওই মামলায় মুর্শিদাবাদের এক কংগ্রেস নেতা তথা শিক্ষক এবং এক টোটোচালককে তলব করেছেন গোয়েন্দারা। মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে তাঁদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে, খাগড়াগড় কাণ্ডের প্রেক্ষিতেই তাঁদের ডাক পড়েছে।

মুর্শিদাবাদের সাগর পাড়া থানা এলাকায় একটি প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন আব্দুল জব্বার। কংগ্রেস নেতা হিসাবেও তাঁর পরিচিতি রয়েছে এলাকায়। নোটিসের প্রাপ্তিস্বীকার করে কংগ্রেস নেতা আব্দুল বলেন, ‘‘যে ঘটনার প্রেক্ষিতে ডেকে পাঠানো হয়েছে, সে সম্পর্কে কিছুই জানি না। তবে ডাকা হয়েছে যখন, নিশ্চয়ই হাজিরা দেব।’’

অন্য দিকে, বেলডাঙার বটতলা এলাকায় আজিজ নামে যে টোটোচালককে গোয়েন্দারা ডেকেছেন, তাঁর টানাটানির সংসার। টোটোচালকের কথায়, ‘‘অভাবের সংসার। আমার টোটোর উপর নির্ভর করে পাঁচ জনের পেট চলে। কেন আমায় ডাকা হয়েছে, কিছুই জানি না। কলকাতায় যাতায়াতের পয়সাও নেই আমার কাছে। দেখি কী করে যাওয়া যায়।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 17 =