নয়াদিল্লি : ভারতে ফের ভয় বাড়াচ্ছে করোনাভাইরাস। ২৬ মে, সোমবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনার সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১০০৯।
সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতের করোনার সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১০০৯। যার মধ্যে সম্প্রতি ৭৫২ জন রোগী নিশ্চিত হয়েছে।
কেরলে সর্বাধিক সক্রিয় রোগীর সংখ্যা ৪৩০, তারপরে মহারাষ্ট্রে ২০৯, দিল্লিতে ১০৪ এবং কর্ণাটকে ৪৭ জন। আন্দামান ও নিকোবর, অরুণাচল প্রদেশ, অসম, বিহার, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরের মতো কিছু রাজ্যে বর্তমানে কোনও সক্রিয় রোগীর খবর পাওয়া যায়নি।