নয়াদিল্লি : প্রধানমন্ত্রী হিসেবে সোমবার ১১ বছর পূর্ণ করলেন নরেন্দ্র মোদী। ২০১৪ সালের ২৬ মে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীকে ওই দিন প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ১১ বছর পূর্ণ হওয়াকে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সোমবার গুজরাটের দাহোদের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “আজ ২৬ মে। ২০১৪ সালের এই দিনে, আমি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করি।”
প্রধানমন্ত্রী হিসেবে মোদীর ১১ বছর পূর্ণ হওয়াকে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি এক্স মাধ্যমে লিখেছেন, “২৬ মে ২০১৪। ১১ বছরে, বড় বড় “প্রতিশ্রুতি”- কে ফাঁপা “দাবি” তে পরিণত করে, মোদী সরকার দেশকে এমনভাবে ধ্বংস করে দিয়েছে যে “সুদিনের” কথা এখন “ভয়াবহ স্বপ্ন” তে পরিণত হয়েছে।”
খাড়গে লিখেছেন, “যুবসমাজ – বছরে দুই কোটি চাকরির প্রতিশ্রুতি, বাস্তবে কোটি কোটি চাকরির অভাব। কৃষকরা – আয় দ্বিগুণ হয়নি, তার উপর তাদের রাবার বুলেট সহ্য করতে হয়েছে।”