বৈঠক নিস্ফলা, দিল্লিমুখী আন্দোলনের ডাক চাকরিহারাদের

কলকাতা : এবার আর শুধু বাংলা নয়, আন্দোলন হবে দিল্লিমুখীও। সোমবার শিক্ষাসচিবের সঙ্গে ২ ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানালেন আন্দোলনকারীর প্রতিনিধিরা।

পরীক্ষা ছাড়াই ‘যোগ্য’দের পুনর্বহালের দাবিতে অনড় রয়েছেন এসএসসি-র চাকরিহারারা। সিবিআইয়ের উদ্ধার করা ওএমআর শিটের ভিত্তিতে তাঁদের ‘রিপ্যানেলিং’ করার প্রস্তাব দিয়েছেন ‘যোগ্য’রা। পাশাপাশি তাঁদের অভিযোগ, আদালত সুবিচার দিতে পারেনি।

সুপ্রিম কোর্টের রায়ে বাতিল এসএসসির ২০১৬ সালের প্যানেল। চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। গোটা প্যানেল বাতিল করে চলতি বছরের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। যদিও নতুন করে ফের পরীক্ষা দিতে নারাজ চাকরিহারাদের একাংশ। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে সরব তাঁরা।

নিজেদের চাকরি ফেরানোর দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। এদিন তাঁদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শিক্ষাসচিব বিনোদ কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 8 =