কলকাতা : সোমবার বিকেল নাগাদ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আগুন আতঙ্ক ছড়ায়। যদিও মেট্রোর অগ্নিনির্বাপণ বিভাগের কর্মীরাই তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে ওই ঘটনায় পরিষেবায় কোনও প্রভাব পড়েনি বলে দাবি করেন মেট্রো রেল কর্তৃপক্ষ।
এ ভাবে মেট্রো স্টেশনে এত দমকল কর্মী, রেল পুলিশদের তৎপরতা দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। অনেকে বুঝতেই পারেননি, কী ঘটেছে। তবে পরিষেবায় কোনও প্রভাব পড়েনি।
মেট্রো রেল সূত্রে খবর, এ দিন এসপ্ল্যানেডে ব্লু লাইনের দিকে প্ল্যাটফর্মের মাঝামাঝি চলমান সিঁড়ির নীচের একটি ঘরে ধোঁয়া বেরোতে দেখা যায়। কর্মীরাই তা দেখতে পান। সেখানে প্রচুর বৈদ্যুতিক জিনিস রয়েছে। অনুমান, ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেই আগুন ধরে যায়। মেট্রোরই অগ্নিনির্বাপণ ব্যবস্থা কাজে লাগিয়ে তা নিভিয়ে ফেলা হয়।