নয়াদিল্লি : ভারত-পাক সংঘাতের আবহে আবারও সাধারণ মানুষের জন্য মহড়ার ঘোষণা করল কেন্দ্র। তবে এ বার দেশ জুড়ে নয়, শুধুমাত্র পাকিস্তান লাগোয়া সীমান্তবর্তী তিনটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলেই হবে মকড্রিল।
সরকারি সূত্রে খবর, গুজরাট, রাজস্থান, পঞ্জাব, এবং জম্মু ও কাশ্মীরে সাধারণ মানুষদের জন্য যুদ্ধ মহড়ার ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার, অর্থাৎ ২৯ মে সন্ধ্যায় বিকেল থেকে সন্ধ্যার মধ্যে গুজরাট, রাজস্থান, পঞ্জাব, এবং জম্মু ও কাশ্মীরে হবে এই মকড্রিল। তবে, এই মকড্রিলের বিষয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি। সূত্র মারফত এমনটা জানা গিয়েছে।