ভাক্কম : কেরলের ভাক্কমে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, আত্মহত্যাই করেছেন দম্পতি এবং তাঁদের দুই সন্তান। বিপুল ঋণের কারণে অস্বাভাবিক মৃত্যু বলে ধারণা তদন্তকারীদের।
পুলিশের তরফে জানা গিয়েছে, মৃতদের নাম যথাক্রমে অমিল কুমার (৫৫) এবং তাঁর স্ত্রী শিজা (৫০)। দম্পতির দুই পুত্রেরও ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে, তাদের বয়স কুড়ির কোঠায়। বাড়ির কাউকে বেরতে না দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। তারপরেই তাঁরা ওই বাড়িতে ঢুকেছিলেন।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আর্থিক সংকটে ভুগছিলেন অনিল কুমার। সম্ভবত সেই কারণেই গোটা পরিবার আত্মহননের সিদ্ধান্ত নিয়েছে। তবে বাড়ি থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। তদন্ত করছে পুলিশ।