পশ্চিম মেদিনীপুর : ফের পথ দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরে। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে শালবনী ব্লকের পিড়াকাটা সংলগ্ন ভাতমোড় এলাকায় রাজ্য সড়কে। ডুমুরটোর-মেদিনীপুরগামী যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে গিয়ে উল্টে পড়ে। ঘটনায় ১৩ জন বাসযাত্রী আহত হন।
ভাতমোড় এলাকার কাছে ডুমুরটোর-মেদিনীপুরগামী একটি যাত্রিবাহী বাস উল্টে যায়। দ্রুতগতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন।
আহত ১৩ জনকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শালবনী এবং পিরাকাটা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।