দিলীপ ঘোষের সমর্থনে রোড শো মিঠুনের

নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: শুক্রবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মন্তেশ্বর বিধানসভার মেমারি দু’নম্বর ব্লকের সাতগাছিয়া এলাকায় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে রোড শো করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।
এদিন দুপুরে সাতগাছিয়া পোর্টিং ক্লাবের মাঠে হেলিকপ্টারে করে এসে নামেন মিঠুন চক্রবর্তী। সেখানে মিঠুন চক্রবর্তীকে স্বাগত জানান বিজেপি কর্মীরা। এরপর কালনা রোডের জীবন ঠাকুর মোড় সংলগ্ন এলাকা থেকে সাতগাছিয়া বাজার পর্যন্ত রোড শো করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিন রোড শোতে অভিনেতা মিঠুন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ সহ বিজেপির জেলা নেতৃত্ব। এদিন মিঠুন চক্রবর্তীর রোড শোতে বর্ধমানের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার কর্মীরা যোগদান করেন।
এদিন সন্দেশখালিতে বোমা ও অস্ত্র উদ্ধার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘শুধু সন্দেশখালি নয় রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালালে এরকম অনেক বোমা-বন্দুক উদ্ধার হবে। ভোটের আগে যদি সেগুলো উদ্ধার হয় তবে ফেয়ার ইলেকশন হবে।’ এদিন তিনি বীরভূমের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে বলেন, ‘কিছু ত্রুটি থাকার কারণে তাঁদের প্রার্থীর নাম বাতিল হয়েছে, তবে চিন্তার কোনও কারণ নেই অন্য প্রার্থী প্রস্তুত আছেন।’ তিনি বলেন, ‘গত নির্বাচনে তৃণমূল আশ্রিত দুÜৃñতীরা সাধারণ মানুষকে ভয় দেখিয়েছে ভোট লুঠ করেছে। মানুষ এখন আর ভয় পাচ্ছে না তাই রাস্তায় হাজার হাজার মানুষ বিজেপির মিছিলে যোগদান করেছেন।’
২০১৪ সালের বর্ধমান পূর্বের লোকসভা নির্বাচনের বিজেপির প্রার্থী সন্তোষ রায় গত কয়েকদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘অনেকদিন ধরে তাঁর পেট খারাপ ছিল, তিনি উলটোপালটা বকছিলেন। তিনি গিয়েছেন, বাঁচা গিয়েছে, দলের ভালো হয়েছে। বিজেপিতে তিনি নাকি সম্মান পাননি, তৃণমূলে গিয়েছেন, তৃণমূলে এখন ওনার সম্মানের ট্রিটমেন্ট হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =