মুর্শিদাবাদ : তিন সন্তানের সামনেই স্ত্রীকে ‘খুন’ করে পালাল স্বামী! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার সকালে সুতি থানার আহিরণ মাঠপাড়ায়। মৃতার নাম রেশমি বিবি (২২)। ঘটনা জানাজানি হতেই ওই বাড়ির সামনে ভিড় করেন এলাকার বাসিন্দারা।
বেশ কয়েক বছর আগে বিয়ে হয়েছিল মসিবুল শেখ ও রেশমি বিবির। তাঁদের তিন সন্তানও আছে। পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন মসিবুল। ফলে বেশিরভাগ সময়ই তিনি কর্মসূত্রে বাইরে থাকেন। রবিবার রাতে বাড়িতে ফেরেন ওই ব্যক্তি। রাতেই শুরু হয় স্বামী-স্ত্রীর মধ্যে কলহ।
সেই ঝগড়া ক্রমে আরও বাড়ে। অভিযোগ, রেশমি বিবিকে মারধর করে মসিবুল। তিন সন্তান ভয়ে সিঁটিয়েছিল। সোমবার সকালের দিকে ফের স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ দেখা যায় বলে। অভিযোগ, সে সময় হাঁসুয়া স্ত্রীর গলায় মসিবুল চালিয়ে দেয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকেন রেশমি। মেঝে ভেসে যায় রক্তে। ঘটনাস্থলেই তিনি মারা যান বলে খবর।
সন্তানরা ওই ঘটনা দেখে আর্তনাদ করে উঠেছিল। অভিযোগ, মুখ বন্ধ না করলে তাদেরও মেরে ফেলবে বলে হুমকি দেয় বাবা। এরপরেই বাড়ি ছেড়ে পালিয়ে যায় ওই ব্যক্তি। প্রতিবেশীদের ঘটনার কথা জানায় সন্তানরা। ঘরের ভিতর রক্তাক্ত অবস্থায় রেশমিকে পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়।
স্থানীয়রাই পুলিশে খবর দেয়। আহিরন ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। অভিযুক্ত মসিবুল শেখের খোঁজে তল্লাশি চলছে বিভিন্ন জায়গায়।